বাকি তিনটি অঞ্চল অর্থাৎ বর্ধমান, মেদিনীপুর এবং উত্তরবঙ্গের পড়ুয়াদের AA গ্রেড পাওয়ার ক্ষেত্রে বহু পিছনে ফেলে দিয়েছে কলকাতা ৷ কিন্তু তা সত্ত্বে পাশের হারে পিছিয়ে কলকাতা ৷
#কলকাতা: এই প্রথম কলকাতার ঝুলি শূন্য ৷ মেধাতালিকায় জেলার রমরমার মাঝে জায়গাই পেল না কলকাতা ৷ প্রথম দশে স্থান পেয়েছে ৮৪ জন পড়ুয়া ৷ কিন্তু নজিরবিহীন ভাবে এই প্রথম সেখানে নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া ৷ গত কয়েক বছর ধরে কলকাতাকে টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছে জেলা ৷ কিন্তু চলতি বছরের রেজাল্ট বিশ্লেষণ করলে উঠে আসছে অন্য চিত্র ৷ পুরো নম্বর, ৯০ থেকে ১০০ বা AA গ্রেড পাওয়ার ক্ষেত্রে কলকাতা অনেক পিছনে ফেলেছে জেলাকে ৷
মাধ্যমিকে বর্তমান মূল্যায়ন পদ্ধতি অনুসারে ৯০-১০০ AA গ্রেড, ৮০-৮৯ নম্বর পেলে A+, ৬০ থেকে ৭৯ নম্বর পেলে A , ৫৯ থেকে ৪৪ নম্বরে B ৷
অঞ্চলভিত্তিক ফলের ক্ষেত্রে দেখা গিয়েছে চলতি বছরে AA গ্রেড পাওয়া পড়ুয়ার সংখ্যা কলকাতা থেকেই সবথেকে বেশি ৷
চলতি বছরে অঙ্কে কলকাতা থেকে ৯০-১০০ নম্বর পেয়েছে মোট ১৬,৪৮৩ জন পরীক্ষার্থী ৷
চলতি বছরে ভৌতবিজ্ঞানে কলকাতা থেকে ৯০-১০০ নম্বর পেয়েছে মোট ৬,৬৬২ জন পড়ুয়া৷
চলতি বছরে জীবনবিজ্ঞানে কলকাতা থেকে ৯০-১০০ নম্বর স্কোর করেছে মোট ১০,৩১২ জন পড়ুয়া৷
চলতি বছরে ইতিহাসে কলকাতা থেকে ৯০-১০০ নম্বর পেয়েছে মোট ৮, ০৪৮ জন পরীক্ষার্থী
চলতি বছরে ভূগোলে কলকাতা থেকে ৯০-১০০ নম্বর স্কোর করেছে ১৪,৬২৬ জন
চলতি বছরে প্রথম ভাষায় (অধিকাংশেরই বাংলা) কলকাতা থেকে ৯০-১০০ নম্বর পেয়েছে মোট ১০,৮২৩ জন পরীক্ষার্থী
চলতি বছরে দ্বিতীয় ভাষা (অধিকাংশেরই ইংলিশ) কলকাতা থেকে ৯০-১০০ নম্বর পেয়েছে মোট ৭,৭৩০ জন পরীক্ষার্থী
বাকি তিনটি অঞ্চল অর্থাৎ বর্ধমান, মেদিনীপুর এবং উত্তরবঙ্গের পড়ুয়াদের AA গ্রেড পাওয়ার ক্ষেত্রে বহু পিছনে ফেলে দিয়েছে কলকাতা ৷ কিন্তু তা সত্ত্বে পাশের হারে পিছিয়ে কলকাতা ৷ এমনকী নজিরবিহীনভাবে এবছর মেধাতালিকায় জায়গা পায়নি শহর কলকাতার একটিও স্কুল ৷
সব অঞ্চল মিলিয়ে দেখতে গেলে,
চলতি বছরে অঙ্কে ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে মোট ৩৮,০২৮ জন পরীক্ষার্থী ৷
চলতি বছরে ভৌতবিজ্ঞানে ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে ১৫, ৮৫০ জন পড়ুয়া
চলতি বছরে জীবনবিজ্ঞানে ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে মোট ২৫, ১০৬ জন পড়ুয়া
চলতি বছরে ইতিহাসে ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে মোট ১৯, ৪৯০ জন পরীক্ষার্থী
চলতি বছরে ভূগোলে ৯০ থেকে ১০০ নম্বর স্কোর করেছে ৩৪, ৯১৭ জন
চলতি বছরে প্রথম ভাষায় (অধিকাংশেরই বাংলা) ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে মোট ২৮, ৭৫৮ জন পরীক্ষার্থী
চলতি বছরে দ্বিতীয় ভাষা (অধিকাংশেরই ইংলিশ) ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে মোট ১৬, ৬৪২ জন পরীক্ষার্থী
স্কোর করার ক্ষেত্রে বরাবরের মতো কলকাতা ছাপিয়ে গিয়েছে জেলাকে ৷ সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, কলকাতার পড়ুয়াদের ক্ষেত্রে বিষয়ভিত্তিক নম্বরে জোর দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে ৷ তাই কেউ বিজ্ঞান বিভাগে দুর্দান্ত নম্বর পেলেও আর্টস সাবজেক্টগুলিতে ভাল স্কোর না করায় মোট নম্বরে পিছিয়ে পড়ছে কলকাতা ৷ যেমন অঙ্কের ক্ষেত্রে ইতিহাসের মতো বিষয়ের ক্ষেত্রেও অন্য অঞ্চলের থেকে অনেকটা এগিয়ে আছে কলকাতা ৷
কলকাতার খারাপ ফল প্রসঙ্গে প্রশ্ন করা হলে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘ব্যাপারটা নিয়ে বিশ্লেষণের দরকার রয়েছে ৷’ মনে করা হচ্ছে, এর পিছনে কারণ হল- ভাল ভাল ছেলেমেয়েদের ক্ষেত্রে মাধ্যমিক বোর্ড ছেড়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার প্রবণতা বেড়েছে ৷ কলকাতার প্রথম সারির স্কুলগুলিতে কৃতী পড়ুয়ারা আর পড়তে আসছেন না ৷ তাই জেলার সঙ্গে টক্করে পিছিয়ে যাচ্ছে কলকাতা ৷ তবে রেজাল্টের বিস্তারিত বিশ্লেষণ আশার আলো দেখিয়েছে শহরের পড়ুয়াদের৷
ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result)
এদিন সকাল দশটায় প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবছর পাসের হার নতুন রেকর্ড গড়েছে। পাসের হার বেড়ে হয়েছে ৮৬.৩৪ শতাংশ। মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছেন ৮৪ জন ৷ সেখানে প্রথমবার নেই কলকাতার কোনও স্কুল ৷
Somraj Bandopadhyay
পুরো খবর পড়ুন
Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-topped-other-districts-in-terms-of-getting-90-100-marks-one-will-be-surprised-to-know-how-many-students-got-100-out-of-100-ed-473396.html