৬০ দশকের শেষের দিকে ভারত ও সুদূর ইংল্যান্ডের মধ্যে চলাচল করত একটি বাস। যাকে সবাই একডাকে ‘অ্যালবার্ট’ বলে চিনত। এদিকে ডেকার বাস সেই আন্তর্জাতিক বাস দেখতে ছিল যেমন চমৎকার আর বাস ভাড়াটাও নেহাত কম স্মার্ট নয়। যাত্রীরা সেই সময় বেশ অনেকটা টাকা খরচ করেই সেই বাসে জায়গা পেত।
আরও পড়ুন, বৈঠকে একাধিক প্রস্তাব মালিক সংগঠনের, বৃহস্পতিবার থেকে সরকারি আশ্বাসে রাস্তায় নামছে বাস
জানা গিয়েছে, ‘অ্যালবার্ট’ নামের ওই ডাবল ডেকার বাস ভারত থেকে সুদূর ইংল্যান্ডের মধ্যে প্রায় ১৫ টি ট্রিপ এবং লন্ডন থেকে সিডনির মধ্যে ৪ সম্পূর্ণ করত। তবে এবার ভাড়ার কথায় আসা যাক। ৬০ দশকের শেষের দিকে এই বাসের ভাড়া ৮৫ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৮৮৯ টাকা। তবে ‘অ্যালবার্ট’ এর পরিষেবাও ছিল বিলাস বহুল। যাতে একটানা সিটে বসতে না হয় , তাই ভিতরে অনেকটাই হাল ফ্য়াশানের ক্য়ারাভ্য়ানের স্টাইলে গদিওয়ালা লম্বা সিটের পাশেই বড়সড় জানালা। চলাচল করার জন্য অনেকটা জায়গা। জুতো ডেবে যাবে, মেঝেতে এমন দামি কার্পেট। ছিল বই পড়ার জায়গা। তবে শুধু ঘোরানো নয় ছিল খাওয়াদাওয়ার ব্য়বস্থাও। তবে সেই খরচটাই বাসের টিকিটের ওই টাকার মধ্যেই যুক্ত থাকত। তাই ছিল আস্ত বড় একটা ডাইনিং রুমও।
আরও পড়ুন, ফের পারদ চড়ল শহরে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা
বিনোদনেরও বিপুল আয়োজন করে রেখেছিল ‘অ্যালবার্ট’। রেডিও এবং মিউজিকেরও এলাহি ব্য়বস্থা ছিল। বাসের মধ্য়ে ছিল শরীর গরম রাখার জন্য ফ্য়ান হিটার। তবে পৃথিবীর মধ্যে এটাই ছিল তখন বাস পরিষেবার সবচেয়ে দীর্ঘতম রুট।সেন্ট্রাল ওয়েস্টার্ন ডেইলি অনুসারে, ২১ বছরের অনুগত পরিষেবার পরে এবং দুর্ঘটনার পরে জনসাধারণের ব্যবহারের পক্ষে অবশেষে এটি অনুপযোগী হয়ে পড়ে।
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ ‘ম্যানেজমেন্ট’-এ নিয়োগ অ্যাসি
Source: https://bangla.asianetnews.com/kolkata/bus-albert-london-kolkata-rt-qcu0ko