বৃহস্পতিবার খুলছে কলকাতা হাইকোর্ট, কর্মীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা – News18 Bangla

কলকাতা নিউজ
File Photo

আনলক পর্বে এবার খুলছে কলকাতা হাইকোর্ট। ১১ জুন, বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক ভাবে বসবে হাইকোর্টের এজলাস।

  • Share this:

#কলকাতা: বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক ভাবে খুলছে কলকাতা হাইকোর্ট। আপাতত দু’টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চ বসবে। তবে জামিনের শুনানি হবে ভিডিও কনফারেন্সিংয়ে। কর্মীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করেছে হাইকোর্ট কর্তৃপক্ষ।

আনলক পর্বে এবার খুলছে কলকাতা হাইকোর্ট। ১১ জুন, বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক ভাবে বসবে হাইকোর্টের এজলাস। কোভিড প্রোটোকল মেনেই চালু হবে ফিজিক্যাল কোর্ট। আপাতত হাইকোর্টে,  ২টি ডিভিশন বেঞ্চ ও ৩টি সিঙ্গল বেঞ্চ বসবে ৷ তবে জামিনের মামলাগুলির শুনানি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে ৷ ১৫ জুন থেকে সপ্তাহে ৩ দিন আদালত বসবে ৷

কলকাতা হাইকোর্টে বিচারপতি বাদে প্রায় ১৯০০ জন কর্মী রয়েছেন। আদালতের স্বাভাবিক কাজকর্ম চালাতে তাঁদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও লোকাল ট্রেন ও মেট্রো চালু হয়নি। স্বাভাবিক হয়নি অন্য গণপরিবহণ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে কর্মীদের যাতায়াতের জন্য বাসের বন্দোবস্ত করেছে হাইকোর্ট কর্তৃপক্ষ।

কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের আটটি জেলা থেকে কর্মীদের আনার জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে। যে যে এলাকা থেকে বাস ছাড়বে সেগুলি হল,

হাইকোর্ট কর্মীদের বাস রুট

– রানাঘাট বাস স্ট্যান্ড

– কল্যাণী বাস স্ট্যান্ড

– এয়ারপোর্ট আড়াই নম্বর গেট

– হাবড়া বাস স্ট্যান্ড

– বারুইপুর বাস স্ট্যান্ড

– গড়িয়া ৬ নম্বর বাস স্ট্যান্ড

– ডায়মন্ড হারবার

– বজবজ মোড়

– মেচেদা বাস স্ট্যান্ড

– আলমপুর বাস স্ট্যান্ড

– তারকেশ্বর বাস স্ট্যান্ড

– বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড

– ব্যান্ডেল চার্চ মোড়

– চুঁচুড়া বাস স্ট্য়ান্ড

আদালতেও দূরত্ববিধির উপর জোর দেওয়া হচ্ছে। বাধ্যতামূলক মাস্ক বা ফেসকভার। এজলাসে ভিড় করা যাবে না। অতিরিক্ত ভিড় করা যাবে না বার রুমেও।

Published by:
Siddhartha Sarkar

First published:
June 8, 2020, 7:51 AM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/special-buses-for-kolkata-high-court-employees-from-different-routes-from-thursday-on-wards-ss-459219.html