কলকাতা হাইকোর্ট
জানা গিয়েছে, ২টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চ বসবে৷ জামিন মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সে৷
#কলকাতা: আনলক ১-এ এ বার খুলছে কলকাতা হাইকোর্ট৷ ১১ জুন থেকে পরীক্ষামূলক ভাবে খোলা হচ্ছে কলকাতা হাইকোর্ট৷ করোনা রুখতে যাবতীয় নিয়ম, নীতি মেনেই হাইকোর্টের কাজকর্ম চলবে৷
জানা গিয়েছে, ২টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চ বসবে৷ জামিন মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সে৷ ১৫ জুন থেকে সপ্তাহে তিন দিন হাইকোর্ট খুলবে৷ হাইকোর্টের এজলাসে ভিড় করা যাবে না৷ কোনও আইনজীবী বার রুমেও ভিড় করতে পারবেন না বলে নির্দেশি দিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল৷
শুক্রবারই লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রকে নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ নোটিসে হাইকোর্ট জানতে চেয়েছে, লকডাউন তোলার আগে কারও পরামর্শ নেওয়া হয়েছিল? নেওয়া হয়ে থাকলে সেই ব্যক্তিরা কারা? ১১ জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অ্যাভিডাভিট দিতে বলেছে উচ্চ আদালত৷
Calcutta High Court asks the Central & West Bengal Govts to file affidavits by June 11 to inform the court as to whose opinion was taken into consideration before announcing the withdrawal of lockdown.
— ANI (@ANI) June 5, 2020
প্রসঙ্গত, লকডাউন এ বার ধীরে ধীরে শিথিল করতে আনলক ওয়ান চালু করেছে কেন্দ্র৷ এই পর্যায়ে অর্থনীতির বড় অংশই খুলে যাচ্ছে৷ ফলে অর্থনৈতিক কাজকর্মও পুরোদমে শুরু হয়ে গিয়েছে৷
পুরো খবর পড়ুন
Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-high-court-to-reopen-on-11-june-ag-458674.html