রি – গ্রিনিং কলকাতা-র সূচনা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যজুড়ে ৪ লক্ষ গাছ লাগানোর শপথ – News18 বাংলা

কলকাতা নিউজ

বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নের লক্ষ্যে সুন্দরবনে ৫ লক্ষ ম্যানগ্রোভ লাগানোর পাশাপাশি রাজ্যজুড়ে ৪ লক্ষ গাছ লাগানোর শপথ নিল রাজ্য সরকার

  • Share this:

#কলকাতা :  ‘রি – গ্রিনিং কলকাতা’ র  সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান ঘূর্ণিঝড়ের  ছোবলে কলকাতা-সহ রাজ্যজুড়ে হাজার হাজার গাছ উপড়ে পড়ে। শুধু কলকাতাতেই ১৫ হাজারেরও বেশি গাছ ঝড়ের তাণ্ডবের  শিকার হয়। বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নের  লক্ষ্যে সুন্দরবনে ৫ লক্ষ ম্যানগ্রোভ লাগানোর পাশাপাশি রাজ্যজুড়ে ৪ লক্ষ গাছ লাগানোর শপথ নিল রাজ্য সরকার। কলকাতাতে ৫০ হাজার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও সাড়ে তিন লক্ষ গাছ লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে সেই বৃক্ষরোপণ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতার হরিশ পার্কে একটি নিমগাছ লাগানোর মাধ্যমে বৃক্ষরোপণ উদ্যোগের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

আমফান পরবর্তী সময়ে শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যায় গাছেদের লাশ। কোথাও  ফুটপাথের ওপর আবার কোথাও বা রাস্তাজুড়ে মাটি উপড়ে  পড়ে রয়েছে গাছ। বৃক্ষরোপণ উদ্যোগের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রচুর  গাছপালা নষ্ট হয়েছে। পরিবেশজনিত ক্ষতিকে রোধ করতে আমরা অল্প সময়ের মধ্যে বিজ্ঞানসম্মত উপায়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ  করে ফের রাজ্যকে পরিবেশবান্ধব করে তুলব’। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বনদফতরের  তরফে জেলায় জেলায় গাছ লাগানোর কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত,  মুমূর্ষু রোগীকে যেমন বাঁচিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকেরা, ঠিক তেমনি গাছেরও নতুন জীবন ফিরিয়ে দিতে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ঝড়ের ঝাপটায় গাছ উপড়ে  ফুটপাথে কিংবা রাস্তায় শুয়ে  থাকা  গাছেদের পুনরুজ্জীবনের কাজ শুরু হয়েছে।  দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোড-সহ আরও বেশ কিছু অঞ্চলে ঝড়ে পড়ে যাওয়া বেশ কয়েকটি  গাছকে ফের ওই একই জায়গায় বসানোর কাজ শুরু হয়েছে। শিকড়ের টানে  এই সমস্ত ছিন্নমূল গাছ আবার প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঝড়ে উপড়ে পড়লেও এখনও লাশ হয়ে যায়নি অনেক গাছ । পাতা থেকে শিকড় কোথাও হয়তো সামান্য প্রাণ এখনও রয়েছে । মাটির সঙ্গে শিকড়ের মেলবন্ধন হলে আবার হয়তো প্রাণ ফিরে পাবে শহরের হাজার হাজার ‘মুমূর্ষু’ গাছ। সেই আশাতেই বৃক্ষরোপণের  পাশাপাশি কলকাতায় গাছেদের পুনরুজ্জীবনের কাজও চলছে জোরকদমে। লক্ষ্য সবুজ ফেরানো।

VENKATESHWAR LAHIRI

Published by:
Rukmini Mazumder

First published:
June 6, 2020, 2:45 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/cm-mamata-banerjee-launched-re-greening-kolkata-project-rm-458720.html