কলকাতা নাকি মৃত্যুপুরী? বেহালার জমা জলে উদ্ধার ৫ জনের দেহ! – এই সময়

কলকাতা নিউজ

হাইলাইটস

  • বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানালেন, উম্পুনে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৭২।
  • তার মধ্যে কলকাতারই রয়েছে ১৫ জন!
  • কলকাতা ছাড়াও হাওড়ায় ৭, উত্তর ২৪ পরগনায় ১৭, পূর্ব মেদিনীপুরে ৬, চন্দননগরে ২, বারুইপুরে ৬, ডায়মন্ড হারবারে ৮। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রানাঘাটে ৬, সুন্দরবনে ৪জনের মৃত্যু হয়েছে।

এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার সন্ধ্যায় যখন কলকাতা শহরজুড়ে তাণ্ডবলীলা চালাচ্ছে সুপার সাইক্লোন উম্পুন, সেই সময়ই খবর আসে রিজেন্ট পার্ক এলাকায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মা ও তাঁর সন্তানের। তারপরও প্রাণহানীর সংখ্যাটা যে এই জায়গায় গিয়ে দাঁড়াবে, সেই সময় ঠিক আশা করা যায়নি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানালেন, উম্পুনে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৭২। তার মধ্যে কলকাতারই রয়েছে ১৫ জন! তবে, সবচেয়ে মর্মান্তিক ঘটনা বোধহয় ঘটেছে বেহালায়।

কী ঘটনা? গোটা কলকাতা যখন জলমগ্ন আর ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে, তখন বেহালার পর্ণশ্রী এলাকায় নতুন দিনের আলো ফুটতেই রাস্তার জমা জলে একাধিক ব্যক্তির দেহ ভাসতে দেখা গেল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পর্ণশ্রী লেকের পাশ থেকে উদ্ধার হয় একাধিক ব্যক্তির দেহ। ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তার জমা জলে পড়ে থাকা অবস্থায় কোনভাবে ওই ব্যক্তিরা সেই তারের সংস্পর্শে আসতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

এরপরই খবর যায় পুলিশের কাছে। দুপুরের দিকে পুলিশ ও NDRF-এর সদস্যরা আসেন এলাকায়। উদ্ধার হয় একের পর এক মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫-৬টি দেহ উদ্ধার হয়েছে। আরও মৃতদেহ কোথাও আটকে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা ছাড়াও হাওড়ায় ৭, উত্তর ২৪ পরগনায় ১৭, পূর্ব মেদিনীপুরে ৬, চন্দননগরে ২, বারুইপুরে ৬, ডায়মন্ড হারবারে ৮। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রানাঘাটে ৬, সুন্দরবনে ৪জনের মৃত্যু হয়েছে।

কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘সারা কলকাতা লন্ডভন্ড হয়ে গেছে। দু-তিনশ গাছ পড়বে ভেবেছিলাম কিন্তু পাঁচ হাজারেরও বেশি গাছ পড়েছে। এখন মূল লক্ষ্য হাসপাতাল-শ্মশান ইত্যাদি গুরুত্বপূর্ণ যাবার রাস্তা গুলো পরিষ্কার করা। প্রথমে মূল রাস্তাগুলো কেটে সরানোর চেষ্টা হচ্ছে। আগামীকাল থেকে ছোট রাস্তা-ভেতরের রাস্তা এবং বাড়ির ওপরে থাকা কাজগুলো সরানোর কাজ শুরু হবে। এটা দু-একদিনের কাজ নয় কিছুটা সময় লাগবে।’

বুধবার থেকে প্রায় ২৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। কোথাও কোথাও সিএসসির ওয়াটার লগিং এলাকায় নজর রাখতে বলা হয়েছে। ড্রেনেজ পাম্পিং স্টেশনে অনেক জায়গায় জল ঢুকে গেছে।

Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/5-dead-bodies-rescued-from-stagnant-water-at-behala-kolkata-after-cyclone-amphan/articleshow/75876368.cms