মঙ্গলবার দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হবে কলকাতা-সহ ৭ জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গলবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাড়বে ঝড়ের গতিবেগও। মঙ্গলবার ঝড়ের গতিবেগ ৬৫ কিলোমিটার থাকলেও রাতেই তা ৭৫ থেকে ৯৫ কিলোমিটার গতি বেগ হবে।
Source: https://bengali.news18.com/photogallery/kolkata/cyclone-amphan-intensifies-into-severe-cyclonic-storm-kolkata-and-6-other-districts-to-be-affected-ac-451390.html