কলকাতা: লকডাউনে বন্ধ রয়েছে কলকাতার লাইফ লাইন৷ ফের কবে থেকে চলবে কলকাতা মেট্রো তা এখনও ঠিক হয়নি৷ তবে বলা যায় লকডাউন উঠলেই চালু হয়ে যাবে মেট্রো৷ তার জন্য প্রস্তুত রাখা হচ্ছে কলকাতা মেট্রো৷
সূত্রের খবর, কলকাতা মেট্রো চলাচলের ক্ষেত্রে যে কোনও দিন কেন্দ্রের নির্দেশ আসতে পারে৷ তার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ এখন শুধু অপেক্ষা লকডাউন ওঠার৷ তবে মেট্রো চালু হলে যাত্রীদের মানতে হবে নতুন কিছু নিয়ম৷
করোনা পরিস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মেট্রো সূত্রে খবর৷ একনজরে দেখুন নতুন নিয়ম কি হতে পারে– সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে মেট্রো৷ স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করা হবে৷ টোকেন কেনার কাউন্টার আলাদা থাকবে৷ পাশাপাশি দুটি কাউন্টার খোলা হবে না৷ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, যাত্রীদের ক্ষেত্রে মাস্ক পরা বা ফেস শিল্ড পরা বাধ্যতামূলক করা হবে৷
প্ল্যাটফর্মে প্রবেশের সময়ে স্যানিটাইজ়ার দেওয়ার কথাও ভাবা হয়েছে৷ স্যানিটাইজার রাখা হবে টোকেন কাউন্টারে৷ ট্রেনের কামরায় সামাজিক দূরত্ব-বিধি মেনে চলার জন্য, বসার এবং দাঁড়িয়ে থাকার জায়গা পৃথক ভাবে রং দিয়ে চিহ্নিত করা হতে পারে৷ পাশাপাশি প্রতিদিন টোকেন ধোয়ারও ব্যবস্থা স্টেশনে থাকবে৷ তবে মেট্রো কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জ সামাজিক দূরত্ব বজায় রাখতে পারা৷
কলকাতা মেট্রোয় যাত্রী সংখ্যা প্রায় সাড়ে ছয় থেকে সাত লক্ষ প্রতিদিন। সোম থেকে শুক্র প্রতিদিন মেট্রো চলে ২৮৮ টি। শনিবার চলে ২৩৬ টি। রবিবার মেট্রো চলে ১২৪টি। অন্যদিকে,লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার প্রথম যাত্রিবাহী ট্রেন রওনা হল দিল্লির উদ্দেশ্যে।
লকডাউনের ৪৯ দিনে মঙ্গলবার বিকালে যাত্রিবাহী ট্রেন হাওড়া থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে ছাড়ে। গত ২২ মার্চের পর এই প্রথম কোনও যাত্রীবাহী ট্রেন হাওড়ায় থেকে চলাচল করল। করোনা বিধি মেনে খুব অল্প সময়ের ব্যবধানে এই ট্রেন চলাচল নিয়ে প্রথম থেকেই রাজ্য ও রেল সবরকমের প্রস্তুতি নিয়েছিল। ১২ মে হাওড়া থেকে প্রথম ট্রেন গেল দিল্লির উদ্দেশ্যে।
এরপর একইভাবে ১৩ মে হাওড়ামুখী ট্রেন আসবে দিল্লি থেকে। মঙ্গলবার থেকেই আংশিক রেল পরিষেবা শুরু হয়েছে। দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরের মধ্যে এই ট্রেন চালাচ্ছে রেল৷ এই ট্রেনগুলির টিকিট শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই কাটা যাচ্ছে। আপাতত নয়াদিল্লি থেকে ১৫ জোড়া ট্রেন চলবে। নয়াদিল্লি থেকে ট্রেন চলবে হাওড়া, পাটনা, রাঁচি, আগরতলা, ভুবনেশ্বর, চেন্নাই, ডিব্রুগড়, মুম্বই সেন্ট্রাল, বেঙ্গালুরু, আহমেদাবাদ সহ আরও কয়েকটি প্রধান শহরে।
Source: https://www.kolkata24x7.com/kolkata-metro-ready-to-run/