কলকাতার রাস্তায় নামছে সরকারি বাস-অ্যাপ ক্যাব, রয়েছে কিছু বিধিনিষেধও – Zee ২৪ ঘণ্টা

কলকাতা নিউজ

নিজস্ব প্রতিবেদন: কলকাতা ও সন্নিহিত কিছু এলাকায় চালু হচ্ছে সরকারি বাস ও অ্যাপ ক্যাব। জরুরি কাজে ওইসব বাস ব্যবহার করতে পারবেন ফ্রন্টলাইন ওয়ার্কাসরা, মাইগ্রেন্টসরা। তবে কোনও বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। এমনটাই জানা গিয়েছে রাজ্যে পরিবহন দফতর সূত্রে।

আরও পড়ুন-মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করবে বিশেষ ট্রেন, জেনে নিন সম্পূর্ণ সময়সূচি

কারা অ্যাপ ক্যাব ব্যবহার করতে পারবেন

# করোনভাইরাস মোকাবিলায় যারা নিয়োজিত রয়েছেন বা যারা জরুরি পরিষেবা দিচ্ছেন।

# সংকটজনক রোগীরা, কেমোথেরাপি করতে যাচ্ছেন, ডায়ালিসিস করতে যাচ্ছেন এমন রোগী।

# সরকারি নির্দেশিকা অনুযায়ী যাঁরা জরুরি পরিষেবা দিচ্ছেন তারা।

# ক্যাবে ২ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না।

# অ্যাপ ক্যাবকে থাকতে হবে কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া সিটি পুলিসের এলাকায়। তবে কনটেইনমেন্ট জোনে ঢুকতে পারবেন না।

# যাত্রীদের ই-পাস জোগাড় করতে হবে। যাত্রীর কাছে উপযুক্ত নথি থাকতে হবে।

# গাড়ির চালককে মাস্ক, ফেস শিল্ড ও গ্লাভস পরে থাকতে হবে। যাত্রীদের তাঁকে স্যানিটাইজার দিতে হবে।

# যাত্রীদেরও মাস্ক পরতে হবে।

# আপাতত ১৫টি রুটে বাস চালানো হবে।

Source: https://zeenews.india.com/bengali/kolkata/lockdown-govt-buses-to-operate-on-some-routes-from-wednesday_315351.html