আজ থেকেই কলকাতা, হাওড়া, সল্টলেকে চালু অ্যাপ ক্যাব – এই সময়

কলকাতা নিউজ
অ্যাপ ক্যাব পরিষেবা
হাইলাইটস

  • অ্যাপ ক্যাবে ওঠার আগে যাত্রীর কাছ থেকে অবশ্যই ই-পাস দেখে নিতে হলে চালককে।
  • দেশের আরও কয়েকটি মেট্রো শহরে আগেই অ্যাপ ক্যাব পরিষেবা চালু হয়ে গিয়েছে।
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকেই শহরে শর্তসাপেক্ষে চালু হল অ্যাপ ক্যাব পরিষেবা। কলকাতা ছাড়াও হাওড়া, সল্টলেক এবং ব্যারাকপুরে অ্যাপ ক্যাব পরিষেবা চালু হল। সোমবারই অ্যাপ ক্যাব চালুর বিষয়ে নির্দেশিকা জারি করে পরিবহণ বিভাগ।

অ্যাপ ক্যাবে ওঠার আগে যাত্রীর কাছ থেকে অবশ্যই ই-পাস দেখে নিতে হলে চালককে। দেশের আরও কয়েকটি মেট্রো শহরে আগেই অ্যাপ ক্যাব পরিষেবা চালু হয়ে গিয়েছে। শহরের একাধিক কনটেইনেন্ট জোনের জন্য তুলনায় কিছু পরে অ্যাপ ক্যাব পরিষেবা চালু করল এই রাজ্য। তবে কোনও কনটেইনমেন্ট জোন থেকে যাত্রী তুলতে পারবে অ্যাপ ক্যাবগুলি।

কোনও কনটেইনমেন্ট জোনে যাত্রী নামানোও যাবে না। শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত যে সব সেক্টর চালু হয়ে গিয়েছে, তার কর্মীরাই আপাতত এই অ্যাপ ক্যাব পরিষেবা নিতে পারবেন। এই ক্যাবে চালক ছাড়া দু-জনের বেশি যাত্রী তোলা যাবে না।

Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/app-cabs-in-kolkata-howrah-salt-lake-from-today/articleshow/75689345.cms