ভারতীয়দের ফেরাতে বিশেষবিমানের গন্তব্য কলকাতা নয় – এই সময়

কলকাতা নিউজ

Bভারতীয়দের ফেরাতে বিশেষ

বিমানের গন্তব্য কলকাতা নয়

বিদেশে আটকে পড়া রাজ্যের বহু মানুষ ক্ষুব্ধ- Bস্ট্র্যাপB

এই সময়: Bবেড়াতে গিয়ে মেক্সিকো সিটিতে সস্ত্রীক আটকে পড়েছেন সল্টলেকের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী সন্দীপ সেন। স্বামী-স্ত্রী দু’জনেই সত্তরোর্ধ্ব। মার্চে তাঁদের নিউ ইয়র্ক হয়ে দেশে ফেরার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক বিমান বন্ধ হয়ে যাওয়ার কারণে মেক্সিকো সিটিতে আটকে পড়েন তাঁরা। কেন্দ্রীয় সরকার অবশ্য বিদেশে আটকে থাকা ভারতীয়দের বিশেষ বিমানে ফেরাতে সম্প্রতি উদ্যোগী হয়েছে। তা সত্ত্বেও ওই দম্পতি ফিরতে পারছেন না। কারণ, ওই সব বিশেষ উড়ান বিদেশ থেকে ভারতীয়দের নিয়ে দেশে ফিরবে ঠিকই, তবে সেগুলোর গন্তব্যের তালিকায় নাম নেই কলকাতা বিমানবন্দরের!

সল্টলেকের বাসিন্দা ওই দম্পতির আইনজীবী, কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার প্রমিত রায় বলেন, ‘ওঁরা বিদেশে ভারতীয় দূতাবাস, বিদেশ মন্ত্রকে চিঠি দিয়ে নাম লিখিয়ে রেখেছেন। কিন্তু এ বারের ফ্লাইটের তালিকায় কলকাতা বিমানবন্দরের নাম না-থাকায় ওঁরা ফিরতে পারছেন না। কলকাতার কেউ মুম্বই বা দিল্লিতে নেমে কেন কোয়ারান্টিনে থাকবেন? কলকাতার বহু মানুষ বিদেশে আটকে রয়েছেন। তাঁদের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান নামানো দরকার।’

একই অবস্থা আবু ধাবি, কাতারে আটতে থাকা কলকাতার সুরজিৎ মজুমদার, সপ্তর্ষি ভট্টাচার্যরও। তাঁদের বক্তব্য, ‘ফ্লাইটগুলোর গন্তব্যে কলকাতা বিমানমবন্দরের নাম না-থাকায় আশ্চর্য হয়েছি। আমরা কেন দিল্লি, মুম্বইয়ে নামতে যাব? সেখানে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। তার পর যদি সেখান থেকে কলকাতা ফিরতে পারি, তা হলে আবার নতুন করে নিজের শহরেও ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।’ তাঁরা বলছেন, ‘কেন্দ্রীয় সরকার কেন কলকাতাকে তালিকা থেকে বাদ দিল, সেটাই বুঝতে পারছি না। কলকাতার মানুষের প্রতি কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণ একেবারেই অনভিপ্রেত।’ তাঁদের দাবি, কলকাতার কয়েক হাজার মানুষ বিদেশে আটকে রয়েছেন। তাঁদের জন্য ভাবা উচিত কেন্দ্রের।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য পদক্ষেপ করেছে। কেন্দ্র জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ৭০টি বিমানে মোট ২০ হাজার ভারতীয়কে আপাতত ফেরানো হবে। ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশ, সিঙ্গাপুর-সহ একাধিক দেশ সেই তালিকায় রয়েছে। সেখান থেকে ভারতীয়দের নিয়ে বিমান নামবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কালিকট ও হায়দরাবাদ বিমানবন্দরে। কিন্তু সেই তালিকায় নাম নেই কলকাতা বিমানবন্দরের!

কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি করা হয়েছে, রাজ্যে পর্যাপ্ত কোয়ারান্টিনের ব্যবস্থা না-থাকায় কলকাতা বিমানবন্দরকে ওই তালিকায় রাখা হয়নি। কেন্দ্রের তরফে রাজ্যকে কোয়ারান্টিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। রাজ্য সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে, পর্যাপ্ত কোয়ারান্টিনের ব্যবস্থা করা যাবে। শনিবার নবান্নর তরফেও জানানো হয়েছে, তারা প্রবাসীদের ফেরানোর ব্যাপারে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। কেন্দ্রের এক আধিকারিকের ব্যাখ্যা, যে সব রাজ্যে কোয়ারান্টিনের উপযুক্ত ব্যবস্থা রয়েছে, বিমান অবতরণের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সেই সব রাজ্যকে। তা ছাড়া, কোনও নির্দিষ্ট দেশে কলকাতার প্রচুর মানুষ আটকে রয়েছেন, এমনটা হলে কলকাতার জন্যও বিমান দেওয়া হবে।

তবে বিদেশে আটকে থাকা কলকাতার বাসিন্দাদের অভিযোগ, বিমানে জায়গা পাওয়া নিয়ে জালিয়াতি চলছে। সরকার দেশ অনুযায়ী ১৫ হাজার থেকে ১ লক্ষ টাকা ভাড়া ধার্য করেছে। তার পরেও বিমানে জায়গা পাওয়া নিয়ে বাড়তি টাকার খেলা চলছে বলে বিদেশে আটকে পড়া বহু ভারতীয় অভিযোগ জানাচ্ছেন।

Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/kolkata-is-not-the-destination-of-special-flights-to-return-indians/articleshow/75652463.cms