নিজস্ব প্রতিবেদন : ফের করোনা আক্রান্ত কলকাতার এক পুলিসকর্মী। একইদিনে করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিসের ২ কর্মী। এবার পার্ক স্ট্রিট থানার স্পেশাল ব্রাঞ্চের এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এরফলে কলকাতা পুলিসে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
উল্লেখ্য, এদিন প্রথমে বউবাজারে ওসি করোনায় আক্রান্ত বলে জানা যায়।
আরও পড়ুন,
Source: https://zeenews.india.com/bengali/kolkata/one-more-from-kolkata-police-is-corona-positive-total-9-infected_314408.html