- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই কেন্দ্রের একের পর এক নির্দেশিকা জারি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কনটেইনমেন্ট জোনের নির্দেশিকা প্রকাশ করল রাজ্য।
- রাজ্যের তরফে আগামী ২১ মে পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা লকডাউন নয় বলেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
তাতে কলকাতার উত্তর ও দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গা যেমন রয়েছে, তেমনি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া বেশ কিছু জেলার বিভিন্ন অংশে কড়াকড়ি বাড়ানো হয়েছে। যদিও রাজ্যের তরফে আগামী ২১ মে পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা লকডাউন নয় বলেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘লকডাউন নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র নিক। আমরা জোন ভাগ করে দেব। রাজ্যকে তো আমাদেরই চালাতে হবে।’
রাজ্যের তরফে যে কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে, শহর কলকাতায় ২২৭টি কন্টেনমেন্ট জোন চিহ্নিত করেছে রাজ্য সরকার, হাওড়ায় ৫৬টি কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে।
নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি এদিন বলেন, ‘জোন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজ্যই। গ্রামের দিকে কীভাবে কাজকর্ম চালু করা যায়, খতিয়ে দেখা হচ্ছে।’ করোনা পরিস্থিতি নিয়ে তদারকিতে এদিন অর্থমন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গোষ্ঠীতে আছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব রাজীব সিনহা, স্বাস্থ্য সচিবও।’
এক নজরে দেখে নিন রাজ্যের জোন ভিত্তিক তালিকা
Districts in Red Zone – 4
1. Kolkata , 2. North 24 Parganas , 3. Howrah , 4. Purba Medinipur
Districts in Green Zone – 8
1. Alipurduar 2. Cooch Behar 3. Uttar Dinajpur 4. Dakhin Dinajpur , 5. Birbhum , 6.Bankura , 7.Purulia , 8.Jhargram
Districts in Orange Zone – 11
1.South 24 Parganas , 2hoogly,
3.Paschim Medinipur , 4.Purba Bardhaman , 5.Paschim Bardhaman,
6.Kalimpong
7.Nadia
8.Jalpaiguri
9.Darjeeling.
10Murshidabad
11.Malda
Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/west-bengal-government-published-red-green-and-orange-zone-list/articleshow/75411007.cms