আক্রান্ত-সংখ্যায়
চিন্তা কলকাতাই
এই সময়: করোনা সংক্রমণে কলকাতাকে চিন্তার ভাঁজ ক্রমশ আরও চওড়া হচ্ছে। স্বাস্থ্য ভবনের তরফে গত চব্বিশ ঘণ্টায় যে নতুন ৩৮ করোনা আক্রান্তের কথা জানানো হয়েছে, তার ৬৩ শতাংশই কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া এবং উত্তর ২৪ পরগনা থেকেও বেশ কিছু পজিটিভ আছে বলে বেসরকারি সূত্রের খবর। নতুন আক্রান্তদের নিয়ে রাজ্যে বর্তমান অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬১। গত চব্বিশ ঘণ্টায় আরও দুই করোনা আক্রান্তের মৃত্যু করোনা সংক্রমণেই হয়েছে বলে জানিয়েছে ডেথ অডিট কমিটি। ফলে, রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২০। পৃঃ ৩
Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/calcutta-brief/articleshow/75395987.cms