কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ যেন রোড জোন, মোট আক্রান্ত ২১৷ এদের মধ্যে রয়েছেন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মী৷ যদিও এই বিষয়ে স্বাস্থ্য দফতর কিছু জানায়নি৷ সূত্রের খবর,গত ২৪ ঘণ্টায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরও ৭ জনের শরীরে করোনার সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা৷
এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক, হাসপাতালের ২ জন চতুর্থ শ্রেণীর কর্মী ও মেডিসিন বিভাগের ৪ জন আয়া৷ বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মোট ২১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা৷ যাদের মধ্যে ৯ জন চিকিৎসক, ৪ জন নার্স, PWD বিভাগের ২ জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কর্মী ও ৬ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন৷
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ মিলেছিল দু’জন করোনা আক্রান্তের৷ তাদের মধ্যে একজন প্রসূতি অন্যজন কলকাতা মেডিক্যালেরই এক স্বাস্থ্যকর্মী ছিল৷ সূর্য সেন স্ট্রিটের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ রোগীকে প্রথমে জরুরি বিভাগের পর ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রোগীর চিকিৎসা চলে৷
একদিন পরে ওই রোগীকে ‘বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি’তে স্থানান্তরিত করা হয়৷ সেখান থেকে তাকে এম আর বাঙুরে স্থানান্তরিত করা হয়৷ তারপরই তার মৃত্যু হয়৷ প্রসূতির কাছাকাছি যারা এসেছিল সেই সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তার মধ্যে ফের মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে৷ পুরো বিষয়টির উপর নজর রাখছে স্বাস্থ্য দফতর৷
Source: https://www.kolkata24x7.com/kolkata-medical-hotspot/