B৫৬টি ওয়ার্ডে
বিশেষ নজর
এই সময়: Bকরোনা সংক্রমণ ঠেকাতেB Bকলকাতার ৫৬টি ওয়ার্ডের ১১২টি জায়গাকে ‘বিশেষ এলাকা’ হিসেবে চিহ্নিত করা হল। সোমবার রাতে নবান্ন সূত্রে এই খবর জানা যায়। এর মধ্যে রয়েছে কাশীপুর থেকে নিউ গড়িয়া এবং ট্যাংরা থেকে জোকা পর্যন্ত বিভিন্ন এলাকা। এই অঞ্চলগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে। রাস্তায় যাতে ভিড় না-হয়, নজর রাখা হবে সে দিকেও। পাশাপাশি বাজারগুলির উপর বিশেষ নজরদারি চালাবে পুরসভা। প্রয়োজনে ওই সব এলাকার বাসিন্দাদের র্যাপিড টেস্ট করা হতে পারে। এলাকায় ঢোকা এবং বেরোনোও নিয়ন্ত্রিত হবে। কলকাতা পুরসভার একটি সূত্রের অবশ্য দাবি, এ দিন রাত পর্যন্ত এ সংক্রান্ত কোনও নির্দেশিকা তাদের কাছে পৌঁছয়নি। তবে মৌখিক ভাবে বিষয়টি জানতে পেরেছেন তাঁরা।
Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/calcutta/articleshow/75260445.cms