কলকাতার বহু পাড়া পুরো সিল করল পুলিশ, দেখে নিন কোথায় কোথায় – Anandabazar Patrika

কলকাতা নিউজ
Coronavirus in Kolkata: Places which are totally sealed to bring down infection dgtl – Anandabazar

  • নিজস্ব সংবাদদাতা

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

ড্রোনে চলছে নজরদারি। নিজস্ব চিত্র

প্রথম দফায় যেটুকু ঢিলেঢালা ভাব ছিল, লকডাউনের দ্বিতীয় দফায় তা দ্রুতই বদলে যাচ্ছে বজ্রআঁটুনিতে। মুখ্যমন্ত্রীর জরুরি নির্দেশ পেয়েই মহানগরের সমস্ত উদ্বেগজনক পাড়া বা এলাকাকে বেঁধে ফেলতে তত্পর হয়ে উঠেছে কলকাতা পুলিশ।

উদ্বেগজনক ভাবেই শহরে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শুক্রবার জানিয়েছেন, ১৫ দিন আগে যে সব এলাকায় একটা-দুটো সংক্রমণের ঘটনা ঘটছিল, এখন সেই সব জায়গাতেই ‘হুড়হুড় করে’ সংক্রমণের ঘটনা ঘটছে। উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটা অঞ্চল সবচেয়ে বেশি চিন্তার কারণ। এর পরেই তিনি নির্দেশ দেন, ওই সব এলাকায় কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। পাড়ার মধ্যে মেলামেশাও বন্ধ।

শুক্রবার মধ্যরাত থেকেই কলকাতা পুলিশ আরও কড়া হাতে সামগ্রিক লকডাউন কার্যকর করতে শুরু করে দিয়েছে। শনিবার দুপুর থেকে পথে নেমেছে সশস্ত্র পুলিশ এবং কমব্যাট ফোর্স।


নারকেলডাঙায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ। নিজস্ব চিত্র

আরও পড়ুন: হাওড়া হাসপাতালের প্রাক্তন সুপার-সহ ২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ

এই মুহূর্তে কলকাতা পুরসভার কোন কোন এলাকা এই রেড জোনের মধ্যে পড়ছে, দেখে নিন এক নজরে।

 

এই সমস্ত এলাকায় রাজ্য প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য দফতরের তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপরে ‘রেড জোন’ বলে যে এলাকাগুলির নাম দেওয়া হল, তা সরকারি ভাবে কোথাও জানানো হয়নি।

গ্রাফিক: তিয়াসা দাস

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, [email protected] ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

শেয়ার করুন

শেয়ার করুন

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

আরও পড়ুন

আরও খবর

সবাই যা পড়ছেন

আরও পড়ুন

Source: https://www.anandabazar.com/state/coronavirus-in-kolkata-places-which-are-totally-sealed-to-bring-down-infection-dgtl-1.1138149