photo source facebook
মহামারী এ শহর আগেও দেখেছে। তবে এতটা নিস্তব্ধ সে কখনও হয়নি।
- Share this:
#কলকাতা: চারিদিকে গরম ! বাসে ট্রেনে প্যাচপ্যাচে মানুষের ভিড় ! পা রাখার জায়গা নেই ! সারাদিন অফিস ! ক্লান্তি ! তার ওপর রাস্তায় জ্যাম ! এক চুলও নড়ছে না গাড়ি ! এই ছবি এখন অতীত। কলকাতা এখন এই ভাষায় আর কথা বলে না ! চুপ করে দাঁড়িয়ে রয়েছে সে। কোথাও নেই স্কুলে যাওয়ার তাড়া ! কোথাও নেই দোকানের ভিড় ! কোথাও নেই সিনেমা দেখার লাইন ! সব কেমন ফাঁকা ! কলকাতার বুকে কান পাতলে শোনা যাচ্ছে হাহাকার ! নীরব কান্না ! একা দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া ! শ্যামবাজারের মোড়ে এখন আর নেই গাড়ির কোলাহল। মন্দিরে মসজিদে নেই ভক্তদের ঢল।
অথচ দু মাস আগেও এই কলকাতা ছিল নিজের গতিতে ! সুদূর চিন থেকে কিভাবে যে উড়ে এল এই মারণ ভাইরাস করোনা ! তার নেই কোনও উত্তর ! আছে শুধু নিস্তব্ধতা ! জব চার্ণকের কলকাতা থেকেছে অনেক ইতিহাসের সাক্ষি হয়ে ! মহামারী এ শহর আগেও দেখেছে। তবে এতটা নিস্তব্ধ সে কখনও হয়নি। মানুষকে রক্ষা করতেই আজ তাদের গৃহবন্দি করতে হয়েছে। মানুষ ছাড়া যে এ শহরের কোনও অস্তিত্ব নেই ! আর তাই মানুষকে বাঁচাতেই আজ শহরকে একা হতে হয়েছে। এই নিস্তব্ধ শহরের একটি সুন্দর ভিডিও বানিয়েছে কলকাতা পুলিশ। তাঁদের ফেসবুক পেজে এই ভিডিও শেয়ার করে তাঁরা মানুষকে ঘরে থাকতে বলেছেন। সুস্থ থাকতে বলেছেন। শহরকে আবার নিজের ছন্দে ফিরিয়ে আনতে হলে এখন যে ঘরে থাকতেই হবে।
First published:
April 17, 2020, 9:12 PM IST
পুরো খবর পড়ুন
Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-shares-a-video-on-their-facebook-page-pb-439085.html