লকডাউনে বাড়ির কল খারাপ, কলকাতা পুলিশকে ট্যুইট মহিলার! মিলল সাড়া, দেখুন সেই ট্যুইট – News18 বাংলা

কলকাতা নিউজ

  • Share this:

#কলকাতা: লকডাউনে রাস্তায় দেখা নেই কোন ব্যাক্তির। রাস্তায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধুই দেখা মেলে উর্দিধারী পুলিশের। শহরবাসীর কাছে এই লকডাউনে বাড়িতে বসে থাকা ছাড়া কোন উপায়ও নেই। নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া শহরের কোন প্রান্তে খোলা নেই কোন দোকান।  বাথরুমের একটি জলের কল খারাপ নিয়ে চিন্তায় শহরের বাসিন্দা সাহায্যের জন্য টুইট করে বসলেন কলকাতা পুলিশকে!

হাজার ভেবেও যখন কোনও উপায় পাননি তিনি তখন মনের জোরেই নিজের বাড়ির কল খারাপের জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলী ধর ও ট্রাফিকে টুইট করেন তিনি৷ তিনি জানতে চেয়েছিলেন যে কোন দোকান কি খোলা আছে? নিদিষ্ট একটি দোকানের নাম দিয়ে জানতেও চান খোলা আছে কিনা।

বাড়ির জলের কল খারাপ, কলকাতা পুলিশকে ট্যুইট মহিলার বাড়ির জলের কল খারাপ, কলকাতা পুলিশকে ট্যুইট মহিলার

আরও পড়ুনলম্বা লকডাউনের প্রস্তুতি রাজ্যের, বণিকসভা-শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

জল তিনি অপচয় করবেন না, তাই মরিয়া হয়েই খুঁজছেন কলের মিস্ত্রি৷ শহরের বিভিন্ন এলাকার মধ্যে সল্টলেক, বউবাজার, কাঁকুড়গাছির মত এলাকায় দোকান না খুঁজে পাওয়ার কথাও জানিয়েছেন তিনি৷ সব কিছু পড়ে গোয়েন্দা প্রধান এই ভদ্র মহিলার থেকে তার নাম, ফোন নম্বর ও কোন এলাকায় বাড়িও তাও জানতে চান। লকডাউনে অনেকেই অনেক সমস্যায় পড়ছেন তবে এভাবে সরাসরি পুলিশকে ট্যুইট করার ঘটনা নজিরবিহীন৷


First published:
April 9, 2020, 6:08 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/woman-tweets-kolkata-police-to-help-her-fix-water-tap-pbd-434973.html