উল্টোডাঙ্গা, নারকেলডাঙ্গা, ফুলবাগান এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের ইস্টার্ন সাব-আর্বান ডিভিশনের পক্ষ থেকে। কলকাতা পুলিশের এক কর্তা বলেন, “দেশের অন্য একটি রাজ্যে এভাবে দোকানগুলিতে লাইন মেনটেন করা হচ্ছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি।” কলকাতার অন্যত্র একই পদ্ধতিতে যাতে লাইন মেনটেন করা হয় সেই চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এছাড়াও প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বেড়াচ্ছে, কোথাও ভিড় জমাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধরপাকড় চালাচ্ছে কলকাতা পুলিশ।
Source: https://bengali.news18.com/photogallery/kolkata/kolkata-police-important-step-to-stop-public-gathering-am-427374.html