কলকাতা আর ২৪ পরগনায় আসছে ঝড় , হবে বৃষ্টিও – এই সময়

কলকাতা নিউজ
কিছুক্ষণের মধ্যেই আসছে বৃষ্টি
হাইলাইটস

  • আর একঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি শুরুর আশঙ্কা রয়েছে উত্তর কলকাতা ও সমগ্র উত্তর চব্বিশ পরগণায়।
  • ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে থমথমে রাজ্যের পরিবেশ। মোকাবিলায় রাজ্যে জারি হয়েছে লকডাউন। এদিকে থমথমে আবহাওয়াও। তার মধ্যেই রাজ্যে কালবৈশাখী। আর একঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি শুরুর আশঙ্কা রয়েছে উত্তর কলকাতা ও সমগ্র উত্তর চব্বিশ পরগণায়। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দক্ষিণ কলকাতাতেও বৃষ্টির পূর্বভাস না থাকলেও আকাশে মেঘ রয়েছে। বইছে ঝোড়ো হাওয়াও। মেগের গর্জনও শোনা যাচ্ছে।

Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/latest-weather-update-of-kolkata-high-chance-of-thunderstorm-and-rain-in-few-hours/articleshow/74778931.cms