একা প্রবীণদের পাশে কলকাতা পুলিশ, ৯৮৩০০৮৮৮৮৪ হেল্পলাইন নম্বর – News18 বাংলা

কলকাতা নিউজ
প্রতীকী ছবি

কলকাতায় বহু প্রবীণ নাগরিক রয়েছে, যাঁদের সন্তান কিংবা নিকট আত্মীয় বিদেশে থাকেন৷ তাঁরা একাই বাস করেন৷

  • Share this:

#কলকাতা: বিশ্বে যতজনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বয়স্কদের মৃত্যু হচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারবার পরামর্শ দিচ্ছেন, বয়স্ক ব্যক্তিরা সচেতন থাকতে হবে৷ এ হেন পরিস্থিতিতে শহরের প্রবীণ নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ৷

ইতালির ক্ষেত্রেও দেখা যাচ্ছে ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনায় মৃত্যুর সংখ্যা বেশি৷ কলকাতায় বহু প্রবীণ নাগরিক রয়েছে, যাঁদের সন্তান কিংবা নিকট আত্মীয় বিদেশে থাকেন৷ তাঁরা একাই বাস করেন৷ এই ধরনের প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশের কমিশনাল অনুজ শর্মা একটি হেল্পলাইন চালু করেছেন৷ সেটি হল, ৯৮৩০০৮৮৮৮৪৷

ট্যুইটারে অনুজ শর্মা লিখেছেন, ‘অনেক শহরবাসী বর্তমানে বিদেশে আছেন, যাঁদের বয়স্ক আত্মীয়রা কলকাতায় একা রয়েছেন। অনুরোধ, যে কোনও প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা পাশে থাকব যথাসাধ্য।’

[embedded content]


First published:
March 21, 2020, 4:41 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-helpline-number-for-senior-citizens-ag-425482.html