কলকাতা হয়ে দেশে ফিরতে চায় দক্ষিণ আফ্রিকা দল, তাজ বেঙ্গলে থাকা নিয়ে আপত্তি রাজ্যের – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা: ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ বাতিল ঘোষণা করেছে বিসিসিআই। করোনা-আতঙ্কে লখনউ থেকে দিল্লি হয়ে দেশে ফিরতে চাইছে না দক্ষিণ আফ্রিকা দল। কলকাতা হয়ে দেশে ফিরতে চান প্রোটিয়ারা। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে থাকতে চান তাঁরা। তবে এতে আপত্তি রয়েছে রাজ্য সরকারের। বিকল্প ব্যবস্থা হিসেবে রাজারহাটের কোনও হোটেলে থাকার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ ছিল ধর্মশালায়। বৃষ্টির জন্য সেই ম্যাচটি ভেস্তে যায়। পরের দু’টি ম্যাচ হওয়ার কথা ছিল লখনউ ও কলকাতায়। কিন্তু সেই দু’টি ম্যাচ হচ্ছে না। ফলে দেশে ফিরে যাবে দক্ষিণ আফ্রিকা দল। তবে সেটা নিয়েই জটিলতা তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকা দল আগামীকাল রাতে কলকাতায় আসতে চায়। এরপর মঙ্গলবার সকালের উড়ান ধরতে চায় তারা। কলকাতায় দক্ষিণ আফ্রিকা দলের আসা নিয়ে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। কারণ, দক্ষিণ আফ্রিকা দলের কেউ করোনায় আক্রান্ত না হলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘনবসতিপূর্ণ অঞ্চলের বদলে বিমানবন্দরের কাছে বা রাজারহাটের কোনও হোটেলে প্রোটিয়ারা থাকলে পূর্ণ সহযোগিতা করতে তৈরি বলে জানিয়েছে রাজ্য সরকার।

Source: https://bengali.abplive.com/news/aaj-focus-e/south-africa-team-is-willing-to-come-to-kolkata-before-returning-home-west-bengal-government-is-not-happy-with-hotel-selection-675228