সেরা কলকাতা এই সময়: আইএসএলে ফের চ্যাম্পিয়ন হল কলকাতা। শনিবার রাতে দর্শকহীন গোয়ার স্টেডিয়ামে ফাইনালে এটিকে ৩-১ হারাল চেন্নাইয়িনকে। কলকাতার জোড়া গোল খাবি এর্নান্দেসের। একটি এদু গার্সিয়ার। মাঝে ১-২ করেছিলেন চেন্নাইয়ের ভাল্সকিস। প্রথম আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। আর এটিকে নামে এটাই ছিল তাদের শেষ আইএসএল। সেখানেও চ্যাম্পিয়ন হল তারা। ৬ বারের টুর্নামেন্টে সর্বোচ্চ তিন বার সেরার শিরোপা পেল কলকাতাই।
Source: https://eisamay.indiatimes.com/sports/cricket/news/best-kolkata/articleshow/74631957.cms