জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের তুষারপাতের সম্ভাবনা। ব্যাপক বৃষ্টি হবে পঞ্জাব এবং ওড়িশায়। ঝড় ও শিলা বৃষ্টি হবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, ঝারখণ্ড ও ওড়িশায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
Source: https://bengali.news18.com/photogallery/kolkata/forecast-of-heavy-rainfall-from-friday-dc-421328.html