দোলযাত্রা কিংবা বসন্ত উৎসব, যে নামেই ডাকা হোক, এবছর তা পালিত হয়নি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে৷ কারণ, করোনা ভাইরাস সংক্রমণের ভয়৷ এই বসন্তে বাংলায় এই নজিরবিহীন অঘটনই সবথেকে বড় খবর৷
ওদিকে করোনা আতঙ্কে এ বছরের হোলি উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বাতিল হয়ে যাচ্ছে এক একটি সরকারি অনুষ্ঠান৷ এই আতঙ্কের আবহে কলকাতাতেও দোলপূর্ণিমার চিরাচরিত রং খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল৷ অন্তত শহরের বিভিন্ন বাজারে রঙের দোকানে অন্যান্যবারের তুলনায় যথেষ্ট কম ভিড় এবার কারণ হয়েছিল উদ্বেগের৷ কিন্তু শেষ পর্যন্ত রং বা রঙিন আবীর খেলা প্রতীকি স্তরে থাকলেও কলকাতার বিভিন্ন এলাকায় হল প্রভাত ফেরী, নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান৷ করোনা ভাইরাসের ভ্রুকুটি অগ্রাহ্য করেই রীতিমত ভিড় হল সেই সব অনুষ্ঠানে৷
দক্ষিণ কলকাতায় শহরের মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন আত্মীয়, বন্ধুদের সঙ্গে প্রতিবারের মতো রংও খেলেন৷ রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আয়োজন করেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার৷ এলাকার নারীরা সেই পদযাত্রায় সামিল হয়েছিলেন৷ তাঁদের মধ্যে ছিলেন সঞ্চারী চক্রবর্তী৷ সঙ্গীতশিল্পী সঞ্চারি তাঁর দুই মেয়েকে নিয়ে এই শোভাযাত্রায় গান গাইতে গাইতে হেঁটেছেন৷ ভয় করেনি৷ ডয়চে ভেলেকে জানিয়েছেন সঞ্চারী৷ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাথমিক যে সাবধানতা নেওয়া দরকার, সেটা তিনি বা তাঁর মেয়েরা নিয়েছেন৷ যেমন অন্য কারও সঙ্গে খুব ঘনিষ্ঠ না হওয়া, হাতে–মুখে রং না মাখানো৷ কিন্তু তা বাদ দিয়ে এই সমবেত উদযাপনে তাঁর পরিবারের কোনও দ্বিধা ছিল না৷
ওদিকে এই প্রথম শান্তিনিকেতন বিশ্বভারতীতে বন্ধ থাকল বসন্ত উৎসব৷ প্রতিবছরই এই উৎসব দেখতে বহু মানুষ আসেন, এবারও এসেছিলেন৷ কিন্তু তাঁদের বিশ্বভারতী চত্বরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি৷ ব্যারিকেড দিয়ে কার্যত অবরুদ্ধই রাখা হয়েছিল ছাতিমতলা, আম্রকুঞ্জ৷ করোনাই কি বাঁচিয়ে দিল?
-
করোনায় বাতিল যত আয়োজন
‘নো টাইম টু ডাই’
জেমস বন্ডের হাতে হয়তো আরো কিছুটা সময় আছে৷ তাই ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির তারিখ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে৷ এপ্রিলে জেমস বন্ড সিরিজের এই সিনেমাটি মুক্তির কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস বিশ্বজুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে তাতে প্রযোজক ঝুঁকি নিতে চান না৷
-
করোনায় বাতিল যত আয়োজন
ভেনিস আর্কিটেকচার বিয়েনালে
মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও মর্যাদাপূর্ণ এই আয়োজনটি তিনমাস পিছিয়ে আগস্টে নিয়ে যাওয়া হয়েছে৷ ২৯ আগস্ট থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এটি৷
-
করোনায় বাতিল যত আয়োজন
লন্ডন বইমেলা
মার্চের ১০ থেকে ১২ তারিখ লন্ডনে বইমেলা হওয়ার কথা ছিল৷ কিন্তু কর্মীদের নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি বড় প্রকাশক মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে মেলা বাতিল ঘোষণা করা হয়৷
-
করোনায় বাতিল যত আয়োজন
ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট
করোনা ভাইরাসের কারণে সংগীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় মেলা ‘ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট’ স্থগিত করা হয়েছে৷ আগামী ২ থেকে ৪ এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল৷ এবার মেলার ৪০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল৷
-
করোনায় বাতিল যত আয়োজন
লাইপসিশ বইমেলা
করোনার কারণে লাইপসিশ বইমেলাও বাতিল করা হয়েছে৷ জার্মানির দ্বিতীয় বৃহৎ বইমেলাটি আগামী ১২ থেকে ১৫ মার্চ হওয়ার কথা ছিল৷
-
করোনায় বাতিল যত আয়োজন
আইটিবি ট্রাভেল ট্রেড শো (বার্লিন)
ভ্রমণ বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই মেলার আয়োজনও শেষ মুহূর্তে বাতিল করেছেন আয়োজকরা৷
-
করোনায় বাতিল যত আয়োজন
দ্য ল্যুভর
বিশ্বজুড়ে পর্যটকদের প্যারিস ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ল্যুভর মিউজিয়াম৷ ফ্রান্সে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে৷
-
করোনায় বাতিল যত আয়োজন
মিলান ডিজাইন সপ্তাহ
প্রতিবছর এপ্রিলে সারা বিশ্বের পেশাদার ডিজাইনার, শিল্পী ও কোম্পানি নতুন নতুন আসবাবপত্রের নকশা এবং ইন্টেরিয়র ডিজাইন দেখতে মিলান যান৷ করোনা ভাইরাসের কারণে আয়োজকরা মেলা পিছিয়ে জুনে নিয়ে গেছেন৷
-
করোনায় বাতিল যত আয়োজন
লা স্কালা অপেরা হাউজ
ইটালির অভিজাত অপেরা হাউজগুলোর একটি মিলানের লা স্কালা৷ আগামী ৮ মার্চ পর্যন্ত যেটি বন্ধ ঘোষণা করা হয়েছে৷
-
করোনায় বাতিল যত আয়োজন
কে-পপ কনসার্ট
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর কে-পপ বয় ব্যান্ড ‘বিটিএস’ সৌল অলিম্পিক স্টেডিয়ামে তাদের চারটি কনর্সাট বাতিল করেছে৷
-
করোনায় বাতিল যত আয়োজন
‘মিশন ইম্পসিবল’
ইটালিতে করোনা ভাইরাস শনাক্তের পর টম ক্রুজ ভেনিসে তার ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং বাতিল করেছেন৷
-
করোনায় বাতিল যত আয়োজন
প্যারিস ফ্যাশন উইক
করোনার প্রভাব প্যারিস ফ্যাশন উইকেও পড়েছে৷ অনেক বড় বড় ডিজাইনার অংশ নেননি৷ এমনকি সম্ভাষণ জানানোর ঐতিহ্যবাহী রীতিতেও পরিবর্তন দেখা গেছে৷
Source: https://www.dw.com/bn/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE/a-52696574