Updated : 29 Feb 2020 11:12 AM (IST)
বকেয়া ট্রাফিক জরিমানা মেটাতে ফের কলকাতা পুলিশের বিশেষ অফার, ১-৩১ মার্চের মধ্যে বকেয়া মেটালে মিলবে ৫০ শতাংশ ছাড়, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়া জরিমানা অর্ধেক মুকুব। গত বছরের মতো এবছরেও ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে গাড়ির মালিকেরা ৫০ শতাংশ ছাড় পাবেন বকেয়া মেটালে এমনটাই সিদ্ধান্ত।
Source: https://bengali.abplive.com/videos/news/kolkata-police-brings-50-percent-offer-in-the-traffic-fine-settlement-670212